বালিকার মর্মান্তিক টান
- রুবাইদা গুলশান নীলা - বেলাভূমি ০৫-০৫-২০২৪

সেই বালিকার মাঝে ছিল সুপ্ত আশ্চর্য এক প্রাণের ঝংকার।কন্ঠ তার কথা বলে ফুলের ভাষায়।তাকে দেখলে শেকড়ের মত মর্মান্তিক টান লাগে হৃদয়ে।মুহুর্তের নিরাবতায় গোধূলি ছড়িয়ে যায় মায়ার জাল সমস্ত মুখ জুড়ে।অপার্থিব স্নিগ্ধ সুখে পোড়া হৃদয় যেন কেঁপে ওঠে বারে বার।
খুব ধীরে প্রাণে বহে অন্ধকারের ন্যায় জমাট দীর্ঘশ্বাস!
জানি সে আমার নয়।

সেই বালিকার মাঝে ছিল বুলবুলি সুরের করুণ গান।রাখেনি সে অগ্নিময় সময়ের কাছে গভীর কোন অনুরাগ।তার চোখে জ্বলে আলোর ফুল,তার উপস্থিতি গল্প বলে উৎসবের রঙ ছড়িয়ে ;তারি মাঝে হঠাৎ জানি সে আমার নয়!

সেই বালিকা ছিল প্রেমময়,নিস্তব্দ নগরীতে বিসংগত ধ্বনিতে হেঁটে যেত সে সুরেলা ছন্দে।কন্ঠ তার বাঁক নিত বিদ্যুতের সর্পিল রেখায় রেখায়।তার দিকে তাকিয়ে নির্নিমেষ ভাবনায় জেনেছি ; সে আমার নয়।

সে আমার নয়;তবুও জানি সে আছে
আমার কাছে খুব গোপনে।কোথাও জেগে আছে,জেগে আছে সে আমারি হয়ে!মেঘ মেঘালিতে ঢাকা গোপন সূর্য কিংবা টলটলে স্বচ্ছ পানিতে মেঘের ছায়া হয়ে।
সে আছে ঘাসের মাঝে জোনাকির মেলা হয়ে।
আছে হৃদয় আঙিনার সবটুকু অস্তিত্বের তীব্র বাসনায় ;সপ্তবর্ণময় স্বপ্নের নিগুঢ় নিমগ্নতায়
জেনে গেছি অবশেষে সে জেগে আছে হৃদয়ে আমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।